জুন 29, 2024
Latest:
সাক্ষাৎকার

জিতেও দলের খেলায় খুশি নন জুয়ান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মঙ্গলবার হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে কঠিন ম্যাচ জিতলেও এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো পড়লেন অন্য দুশ্চিন্তায়। কারণ, এই ম্যাচে তাঁর প্রথম দলের চারজন খেলোয়াড় চোট পেয়েছেন। তাঁদের পরের ম্যাচগুলিতে কতটা পাওয়া যাবে, এখন সেই নিয়ে চিন্তায় বিভোর কোচ। তা ছাড়া দল ভাল পারফরম্যান্স দেখালেও কয়েকটা বিষয় নিয়ে তিনি এখনও সন্তুষ্ট নন বলে স্পষ্ট জানিয়ে দিলেন। মঙ্গলবার ম্যাচের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন ফেরান্দো, তা তুলে ধরা হল।

প্রথমার্ধে বুমৌস ও কার্লের চোট সত্ত্বেও দলের জয় নিয়ে কী বলবেন?

উত্তরঃ শুধু ওরা নয়, উইলিয়ামস, অমরিন্দরও চোট পেয়েছে আজ। ৪-৫ জন চোট পেয়েছে। এ রকম হলে পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। কারণ, ৩৫ মিনিট যেতে না যেতে পুরো পরিকল্পনাই বদলাতে হয় আমাদের। এ সব হচ্ছে অনুশীলন ছাড়াই দীর্ঘদিন ঘরবন্দী থাকার ফল। আমার মনে হয় আজ এটা এটিকে মোহনবাগানের ক্ষেত্রে হয়েছে। তবে অন্য ক্লাবগুলোরও এমন অবস্থা হবে।

হায়দ্রাবাদ আজ আপনাদের কাজটা কতটা কঠিন করে তুলেছিল?

উত্তরঃ আমি খুব একটা খুশি নই। কারণ, আক্রমণে ওঠার সময় আমরা নাম্বার ৬ ও নাম্বার ৮-কে ব্যবহার করি। কিন্তু ওরা চোট পেয়ে যাওয়ার পরে আমাদের পুরো পরিকল্পনাটাই বদলাতে হয়। শুভাশিস ও প্রবীরকে দিয়ে আক্রমণ তৈরি করাতে হয়। আমাদের এই জায়গাটাতে আরও উন্নতি করতে হবে। তা ছাড়া ট্রানজিশন (ওঠা-নামা) ও রক্ষণ নিয়েও আমি খুশি হতে পারছি না।

আপনি এই দায়িত্ব নেওয়ার পর থেকে এটিকে মোহনবাগান অপরাজিত রয়েছে। লিগ জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনি?

উত্তরঃ এখন নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি ছাড়া কিছুই ভাবছি না। এটাই এখন আমাদের ফোকাস এবং এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের কাছে। দলের সবার কাছে এই সময়টা খুব কঠিন। কারণ, সবাই জানে বায়ো বলয়ের মধ্যে থাকাটা কত কঠিন। এখন আমরা আগামী শনিবারের ম্যাচ যাতে ভালয় ভালয় শেষ করতে পারি, তা নিয়ে ভাবব।

পরের দুটো ম্যাচে প্রতিপক্ষ নর্থইস্ট ও গোয়া। এই দুই ম্যাচ থেকে কি সহজেই তিন পয়েন্ট পাওয়া যাবে বলে মনে করেন?

উত্তরঃ না। নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচ মোটেই সোজা নয়। শেষ ম্যাচে নর্থইস্ট যথেষ্ট ভাল খেলেছে। ওদের ভাল ভাল খেলোয়াড় আছে। যেমন মার্সেলিনহো, সান্তানা। আর গোয়াকে আমি খুব ভাল জানি। ওদেরও দল যথেষ্ট ভাল। মোটেই সোজা হবে না।