জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

শহরে পা দিলেন জুয়ান, মোহনবাগান দিবসেই শুরু অনুশীলন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বৃহস্পতিবার সকালেই শহরে চলে এলেন এটিকে মোহনবাগানের হেড কোচ জুয়ান ফেরান্দো৷

এদিন সাড়ে আটটা নাগাদ কলকাতায় এলেন জুয়ান ৷ শুক্রবার মোহনবাগান দিবসেই ঘরের মাঠে অনুশীলন শুরু হবে এটিকে মোহনবাগানের। ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। তবে তার আগে রয়েছে ডুরান্ড কাপ। ১৬ আগস্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি দিয়ে মরশুমের প্রথম ম্যাচ খেলবে তারা। আপাতত সেইরকমই ঠিক রয়েছে। কলকাতা লিগে সুপার সিক্সে উঠে রয়েছে এটিকে মোহনবাগান। তবে শুধু তারা নয়, সময়ের অভাবে তিন বড় দলকেই সুপার সিক্সে তুলে দিয়েছে আইএফএ। তবে বকেয়া না পেলে মোহনবাগান লিগে নামবে না সেটা জানিয়ে দিয়েছেই।দলের নতুন অস্ট্রেলিয়ান গোলমেশিন দিমিত্রিকে নিয়ে বাগান কোচ জুয়ান জানালেন,” ও এমন একজন টিমপ্লেয়ার, যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলে। ও সতীর্থদের জায়গা তৈরি করে দিতে সাহায্য করবে, দুর্দান্ত পাস দেবে এবং গোলের সামনে যথেষ্ট কার্যকরী হয়ে উঠবে”। কোচের কথায় একটা ইঙ্গিত স্পষ্ট যে, বিভিন্ন ভূমিকায় তিনি দেখতে চান তাঁর দলের এই নতুন সদস্যকে।

এর আগে রাইট উইঙ্গার হিসেবেও তিনি খেলেছেন। এমনকী জাতীয় দলেও তাঁকে এই পজিশনে খেলতে দেখা গিয়েছে। এটিকে মোহনবাগানে এ বার যেহেতু প্রবীর দাস নেই, তাই রাইট উইঙ্গার হিসেবে তাঁকে ব্যবহার করার কথা ভাবতে পারেন ফেরান্দো। তা ছাড়া বিপক্ষের ফুটবলারদের পা থেকে বল ছিনিয়ে নেওয়ার প্রবণতাও তাঁর মধ্যে প্রবল, যা তাঁকে যে কোনও অভাবনীয় পরিস্থিতি তৈরি করতে সাহায্য করে।সবুজ-মেরুন শিবিরের আক্রমণে যেমন লিস্টন কোলাসো রয়েছেন, তেমনই মনবীর সিংও রয়েছেন। এঁদের কাছে যাতে আরও ঘনঘন গোলের বল সরবরাহ হয়, সে জন্যই একাধিক বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার নিয়েছেন ফেরান্দো। অর্থাৎ, তিনি চান, গোলের সুযোগ তৈরি হওয়া শুরু হোক মাঝমাঠ থেকেই। এবং এই কাজে পেট্রাটস যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারেন।