এনএফবি,স্পোর্টস ডেস্কঃ
ডুরান্ড কাপের শুরুতেই স্বপ্নভঙ্গ হল এটিকে মোহনবাগানের । আই লিগের তলার দিকে থাকা নতুন দল রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে অভিযান শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড । এই ম্যাচে দুইবার লিড নিয়েও তা ধরে রাখতে পারেননি প্রীতম কোটাল-ফ্লোরেন্টিন পোগবা’রা। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে মোহনবাগানের ডিফেন্স নিয়ে। কিন্তু তা সত্ত্বেও দলের খেলোয়াড়দের এটি ‘সামান্য ভুল’ বলে উল্লেখ করলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।
বুধবার যুবভারতীতে ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ৷ আইএসএল-এর এই দলটির বিরুদ্ধে পরিসংখ্যান মোটেও ভাল নয় এটিকে মোহনবাগানের।
অধিকাংশ বারই হেরেছেন প্রীতমরা। এনটনী লোপেজ হাবাসের আমলে মাত্র এক বার ড্র করেছিল মোহনবাগান। এদিকে ডুরান্ড কাপে নিজেদের অভিযান শুরু করার আগে ক্লোজডোর অনুশীলন করেছেন মোহনবাগানের ফুটবলাররা।
কলকাতায় আসার পরই অসুস্থ হয়ে পড়েন ব্রেন্ডন হ্যামিল। কলকাতার আবহাওয়ার সঙ্গে এখনও খাপ খাওয়াতে পারছেন না অজি ফুটবলার। প্রথম ম্যাচে খেললেও বুধবারের ম্যাচে হ্যামিলকে পাবেন না ফেরান্দো।
মোহনবাগানের ডিফেন্সেই শুধুমাত্র তালমিলের অভাব দেখা যাচ্ছে, এমনটা নয়। আপফ্রন্টে কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো’রাও গত ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেননি। একাধিক ফাঁকা সুযোগ নষ্ট করেছেন। উপরন্তু একা গোল করতে গিয়ে একাধিকবার প্রতিপক্ষের পায়ে বল তুলে দিয়েছেন। তাই মুম্বই-এর মতো দলের বিরুদ্ধে নামার আগে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিতে চাইবেন বাগান কোচ।
এই প্রসঙ্গে জুয়ান বলেন, “আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। গোলগুলো হলে খেলার ফল অন্য রকম হত। সামান্য ভুলের জন্য গোল খেয়েছি। গোল করা ও গোল আটকানো, দু’টো জায়গাতেই উন্নতি করতে হবে। অনুশীলনে সেই ভুল শোধরানোর চেষ্টা করেছি।” এদিকে সবে মাত্র ডুরান্ড অভিযান শুরু করেছে মোহনবাগান। তাই তাদের সমর্থকদের কিছুটা ধৈর্য ধরে রাখতে বলেছেন এই স্প্যানিশ কোচ।
জুয়ান বলেছেন, “সবে মরসুম শুরু হয়েছে। দলকে সংগঠিত হতে একটু সময় দিতে হবে। সমর্থকদের কাছে অনুরোধ, আস্থা রাখুন। ধৈর্য ধরুন। নতুন কয়েক জন দেশি-বিদেশি ফুটবলার দলে যোগ দিয়েছেন। দলের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার সুযোগ দিন।”জুনিয়র ফুটবলারদের খেলিয়ে কোনও ভুল করছি না। ওদেরও তৈরি রাখতে হবে। দল তৈরি করতে ডুরান্ডে পরীক্ষা নিরীক্ষা চালাতেই হবে। পরের টুর্নামেন্টগুলোয় রিজার্ভ বেঞ্চ তৈরি রাখতে এই প্রক্রিয়া জারি থাকবে। এএফসি, আইএসএল বা সুপার কাপে পরীক্ষা নিরীক্ষার সুযোগ কম।’