জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

জুয়ানের বক্তব্যতে কলকাতা লিগে মোহনবাগানের না খেলার ইঙ্গিত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইতিমধ্যেই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন বকেয়া টাকা আইএফএ থেকে না পেলে তারা কলকাতা লিগে নামবে না। দল বদলের বাজারে বেশ সচল এটিকে মোহবাগান ম্যানেজমেন্ট। বেশ কিছু নামিদামি ফুটলারকে সই করিয়ে চমক দিয়েছে বাগান শিবির। সেই তালিকায় রয়েছেন রক্ষণভাগের দুই ফুটবলার ফ্লোরিন্টিন পোগবা ও ব্রেন্ডন হ্যামিল। এছাড়াও ভারতীয়দের মধ্যে দলে নিয়েছে গোলরক্ষক বিশাল কাইথ, রক্ষণভাগের দুই ফুটবলার আশিক কুর্নিয়ান ও আশিষ রাই। চুক্তি বাড়িয়েছেন কার্ল ম্যাকহিউও। এছাড়াও কথা চলছে একাধিক বিদেশি ফুটবলারে সঙ্গে। এবার এরই মধ্যে আজ ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। সেখানে গত মরসুম থেকে শুরু করে নতুন মরসুমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় তাঁকে। আগামী দিনের বহু পরিকল্পনার কথাও তিনি এই লাইভ সেশনে বলেন। তবে তাঁর এই লাইভে আগামী মরসুমে এটিকে মোহনবাগান কলকাতা লিগে খেলবে কি না সে ব্যাপারে রয়ে গেল জল্পনা।

এদিন ইনস্টা লাইভে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো জানিয়েছেন, নতুন মরসুমে একাধিক টুর্নামেন্টে দলকে খেলতে হবে। ইন্ডিয়ান সুপার লিগ তো আছেই। সেই সঙ্গে ডুরান্ড কাপ ও সুপার কাপও রয়েছে। তার আগে দলকে তৈরি রাখতে হবে। কিন্তু তাঁর কোথায় একটি বারের জন্যেও শোনা যায়নি কলকাতা লিগ নিয়ে পরিকল্পনা।কিছু দিন আগে ছুটি কাটাতে গিয়েছিলেন জুয়ান। কিন্তু ছুটি সেই অর্থে উপভোগ করতে পারেননি। তার একমাত্র কারণ দল গঠন নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তাঁকে। একাধিক ফুটবলারকে ক্লাব রিলিজ করেছে। নতুন ফুটবলারদের দল সই করিয়েছে। সব মিলিয়ে নতুন মরসুমেও আশাবাদী বাগানের স্প্যানিশ কোচ। গতবার খেতাব হাতছাড়া হলেও দলের খেলায় তিনি খুশি।এটি স্পষ্টভাবে তাঁর বক্তব্যে ফুটে উঠেছে। কথোপকথনে উঠে এসেছিল অতিমারি পরিস্থিতির কথাও। গতবার একাধিকবার অতিমারি, জৈব বলয় ইত্যাদি কারণে ভুগতে হয়েছিল ক্লাবগুলোকে। বেড়েছিল চোট সমস্যা। সেই দিনগুলো এখনও ভোলেননি জুয়ান। নতুন মরসুমে এরকম কিছু হবে না বলে তিনি আশা করছেন। একই সঙ্গে ফুটবলারদের তুলে নিয়ে আসার ব্যাপারে তিনি আশার আলো দেখছেন।