জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

বেআইনি নিয়োগ বাতিল করে পুজোর আগেই নতুনদের নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এনএফবি,কলকাতাঃ

শিক্ষক নিয়োগ( নবম ,দশম) সহ গ্রুপ ডি ও গ্রুপ সি মামলাতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দ্রুত চাকরি দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হল । বুধবার এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। বেআইনি নিয়োগের অভিযোগে যে সব পদ থেকে ছাঁটাই করা হয়েছে, সেই সব শূন্যপদ পূরণ করতে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। মোট ৯২৩ টি শূন্যপদে নিয়োগ শুরু করার কথা বলা হয়েছে।

এদিন আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, আদালতে বাগ কমিটি রিপোর্টে জানানো হয়েছিল, ৬০৯ জনের নিয়োগ বেআইনি ছিল। ডিভিশন বেঞ্চ এদের নিয়োগ বেআইনি বলে উল্লেখ করে। গ্রুপ ডি মামলায় ৫৭৩ জনকে বরখাস্ত করা হয়েছিল বলে উল্লেখ করে, আইনজীবী জানান, এই শূন্যপদ এখনও পূরণ হয়নি। বিচারপতি নির্দেশ দেন, বিভিন্ন জেলায় গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট থেকে শূন্যপদ পূরণ করবে স্কুল সার্ভিস কমিশন। ৫৭৩ জনের কাউন্সিলিং করতে হবে বলে নির্দেশ দিয়ে বিচারপতি জানান, ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে কমিশনকে।

পাশাপাশি, সাবিনা ইয়াসমিনের করা গ্রুপ সি মামলাতেও ৩৫০ জনের নিয়োগ বেআইনি বলে উল্লেখ করেছিল আদালত। ১৫ ফ্রেব্রুয়ারি তাঁদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। সে ক্ষেত্রেও একইভাবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। মোট ৯২৩ টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।