জুলাই 3, 2024
Latest:
জেলা

দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কাকাবাবুর জন্মদিবস পালন

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম কান্ডারি মুজফফর আহমেদ (কাকাবাবু) -র ১৩৪তম জন্মদিবস পালন করা হলো গোটা দক্ষিণ দিনাজপুর জেলার জুড়ে। বালুরঘাটে জামিনী মজুমদার ভবনে পতকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করেন পার্টি নেতা অমিত সরকার। বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্বে, দলীয় সদস্য ও সমর্থকরা বালুরঘাটের দলীয় কার্যালয়ে উপস্থিত হয় কাকাবাবুর জন্মদিবস পালনে। জেলা কার্যালয়ে পার্টি নেতা কল্যাণ দাস ও অমিত সরকার কাকাবাবুর সংগ্রামী জীবনের কিছু অংশ সংক্ষিপ্ত আকারে আলোচনা করে। জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন কল্যাণ দাস, অমিত সরকার, সর্বানি নিয়োগী, পরিমল সরকার, শিবতোষ চ্যাটার্জি প্রমুখ।

তপন ব্লকের লস্করহাট পার্টি অফিসে পতাকা উত্তোলন করেন রনজিত বিশ্বাস। উপস্থিত ছিলেন পার্টি নেতা দিলীপ বিশ্বাস, নন্দলাল হাজরা, অনন্ত মন্ডল প্রমুখ। গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কুশমন্ডি, হরিরামপুর, হিলি সহ অন্যান্য ব্লকেও জন্ম দিবস পালন করা হয় মুজফফর আহমেদের। জেলা কার্যালয় সহ প্রতিটি এরিয়া কমিটির কার্যালয়ে কাকাবাবুর জীবন সংগ্রাম ও পার্টির লড়াই আন্দোলনে তার ভূমিকার কথা আলোচনা করেন নেতৃত্বরা।