এনএফবি,আলিপুরদুয়ারঃ
কালচিনি ব্লক প্রশাসন সদ্য চালু করে ওয়াটস আ্যপ এ মেসেজ করলে পরিষেবা দেওয়ার । আর ব্লক প্রশাসনের এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে কালচিনি ব্লকে।
শুক্রবার কালচিনি ব্লক কার্যালয়ে একথা জানান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ। তিনি জানান, প্রতিনিয়ত প্রচুর মেসেজ আসছে জনগণের যার যা সমস্যা আছে তা সমাধান করা হচ্ছে এবং যার বড় সমস্যা তাকে ব্লক অফিসে ডাকা হচ্ছে এবং ব্লক অফিসে ডেকে সেই সমস্যা সমাধানের চেষ্টা করছে আধিকারিকরা। এদিনও অনেকে মেসেজ করেছে, সবার সমস্যার সমাধান করা হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান, এত শীঘ্র পরিষেবা পেয়ে আমরা খুশি।