জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

কন্যাশ্রী কাপ ডিসেম্বর মাসে

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

আইএফএ পরিচালিত কন্যাশ্রী মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। এবারে মোট ৩২ দলকে চারটে গ্রুপে ভাগ করা হবে। গ্রুপের প্রথম দুটি করে দল নকআউট পর্যায়ে খেলবে। ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং কন্যাশ্রী কাপে খেলবে বলে জানিয়েছে। খেতাব জয়ী দলকে ১ লক্ষ এবং বিজেতা দলকে ৫০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। তবে আগে জানানো হয়েছিল চ্যাম্পি়নশিপের সেরা দলকে ৫ লক্ষ আর রানার্স আপ দলকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু তা পরিবর্তন হয়ে গেলো।

এদিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি দলে ভিন রাজ্য থেকে চারজন খেলোয়াড়কে নিতে পারবেন। আর দু’জন থাকবে ১৭ বছর বয়সী খেলোয়াড়।
গতবারের চ্যাম্পিয়ন দল। এসএসবি দল এবারের কন্যাশ্রী কাপে খেলছে না।