স্থগিত কন্যাশ্রী কাপ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কোভিড সংক্রান্ত সরকারি বিধিনিষেধের প্রেক্ষিতে সোমবার (০৩/০১/২০২২) কন্যাশ্রী কাপে অংশগ্রহণকারী ক্লাব গুলিকে নিয়ে এক বৈঠকের পর উইমেন্স লিগ সাব কমিটি সিদ্ধান্ত নিয়েছে ৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া কন্যাশ্রী কাপ আপাতত ১৫ দিনের জন্য স্থগিত রাখা হবে। একই সঙ্গে, ১৮/০১/২০২২ (মঙ্গলবার) পরবর্তী বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কন্যাশ্রী কাপের জন্য সি আর এ -এর যে ২৬ জন মহিলা রেফারিকে বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে, আইএফএ -এর পক্ষ থেকে সোমবার (০৩/০১/২০২২) তাদের কিটস তুলে দেওয়া হয়। আইএফএ -এর পক্ষ থেকে ঘোষণা করা হয়, এবার থেকে প্রতিশ্রুতিমান একজন মহিলা ও একজন পুরুষ রেফারিকে ২০,০০০ টাকা করে আর্থিক পুরষ্কার দিয়ে উৎসাহিত করা হবে। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে’র প্রকল্প। যে ভাবেই হোক, দরকার হলে দর্শক শূন্য মাঠেও এই টুর্নামেন্ট করতে চায় আইএফএ।