জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

রোহিতের ফর্ম নিয়ে চিন্তায় কপিল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার ভারত অধিনায়ক রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তা প্রকাশ করলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। আইপিএলে টানা ১৪ ম্যাচে ব্যর্থ হয়েছেন রোহিত । এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। মাত্র ২৫ রান করতে পেরেছেন রোহিত শর্মা। তাঁর এ ধারাবাহিক ব্যর্থতাকে একেবারেই ভালভাবে নিচ্ছেন না প্রাক্তন হরিয়ানা হ্যারিকেন । তাঁর মতে যেকোনও ক্রিকেটারই হওনা কেন, যদি সে টানা ১৪ ম্যাচ ব্যর্থ হয় তবে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক।

লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২৫ রানেই আউট হয়েছিলেন রোহিত শর্মা। এই প্রসঙ্গে কপিল জানিয়েছেন, “রোহিত শর্মা যে দুর্ধর্ষ ক্রিকেটার সেই ব্যপারে কারোর কোনও সন্দেহ নেই। কিন্তু কেউ যদি টানা ১৪ টি ম্যাচে একটিও অর্ধশতরান না পান, তবে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তিনি গ্যারি সোবার্স, ডন ব্র্যাডম্যান, সচিন তে্ডুলকর, বিরাট কোহলি এবং সুনীল গাভাসকর যেই হোক না কেন। একমাত্র রোহিত শর্মাই উত্তর দিতে পারবেন যে তার কী হয়েছে। অনেককিছু হয়ে গিয়েছে নাকি ক্রিকেটকে উপভোগ করা বন্ধ করে দিয়েছেন রোহিত”।যদিও গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্ধর্ষ ফর্মে ছিলেন হিটম্যান । ৪ ম্যাচ খেলে ৩৬৮ রান ছিল রোহিত শর্মার ঝুলিতে। একটি শতরানের পাশাপাশি রোহিত শর্মা করেছিলেন দুটি অর্ধশতরানও। কিন্তু এবারের আর ফর্ম নেই রোহিতের । অনেকের মতে হয়তো ক্যাপ্টেন্সির চাপ রোহিতের খেলাকে প্রভাবিত করছে। গত বছর পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়েছিল। একটি মাত্র টেস্ট গত বছর করোনার জন্য হয়নি। সেই টেস্ট শুরু ১ জুলাই থেকে। ভারত সেই টেস্ট জিততে বা ড্র করতে পারলে ২০০৭ সালের পরে ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরবে।