জুলাই 5, 2024
Latest:
জেলা

মহাসমারোহে করম পূজার উদযাপন

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও গতকাল মঙ্গলবার মহাসমারোহে উদযাপন করা হল আদিবাসী সমাজের উৎসব করম পূজা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বদলপুর এলাকায় বদলপুর করম পূজা কমিটির পক্ষ থেকে মহাসমারোহে করম পূজার আয়োজন করা হয়। সকালে করম পূজার শাখা আনায়নের মাধ্যমে পূজা শুরু হয় , আর পূজা চলে রাতভর।

জানা গেছে, এই পূজা উপলক্ষে আদিবাসী সমাজের মানুষেরা কঠিন ব্রত পালন করেন। বদলপুর এলাকায় বিগত ১৯ বছর ধরে বদলপুর করম পূজা কমিটি এই করম পূজা করে আসছে বলে জানা গেছে। পাশাপাশি এই এলাকায় আট থেকে দশটি করম পূজা হয় বলে জানা গেছে।এই করম পূজা উপলক্ষে বদলপুর করমপূজা কমিটির পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা, সংবর্ধনা জ্ঞাপন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি রাতভর নৃত্য গীত এর মধ্যে দিয়ে করম পূজা পালন করা হয়। ধামসা মাদল বাজিয়ে গানের মধ্যে দিয়েই এই পূজা অনুষ্ঠিত করে থাকে আদিবাসী সমাজের মানুষ। এই পূজা ঘিরে এলাকার আদিবাসী সমাজের মানুষের বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়।