জুলাই 5, 2024
Latest:
ফিচারশিক্ষা ও কেরিয়ার

সাংসদ কোটায় কেন্দ্রীয় বিদ্যালয়ে বন্ধ ভর্তি

এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ

আপাতত এমপি কোটায় আর কোনও পড়ুয়াকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করা যাবে না। শিক্ষামন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠন(KVS) এমনই নির্দেশিকা জারি করেছে।
১২ এপ্রিল জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বিশেষ কোটায় কাউকেই ভর্তি নেওয়া যাবে না। উল্লেখ্য, এর মধ্যে সাংসদ কোটাও রয়েছে।
এতদিন পর্যন্ত সাংসদরা দশ পর্যন্ত পড়ুয়াকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য সুপারিশ করতে পারতেন। এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, বিজেপি সাংসদরা বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন। এরফলে মেধাবী গরিব পড়ুয়ারা ক্ষতিগ্রস্থ হবে।