অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
গত এক বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড বলা ভালো প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক অম্ল -মধুর ছিল। ক্যাপ্টেন্সি চলে যাওয়া থেকে নিজের অফ ফর্ম নিয়ে বিপর্যস্ত ছিলেন কিং কোহলি। কিন্তু কাকতালীয় ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থেকে চলে যাওয়ার পরে প্রথম ম্যাচ; সেটাও প্রতিপক্ষ পাকিস্তান। তাও আবার বিশ্বকাপের মঞ্চ। ভারতীয় ব্যাটিং যখন একের পর এক উইকেট হারাচ্ছিল সেই সময় ভারতীয় দলের হয়ে ব্যাট চিতিয়ে ২২ গজে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। ৫৩ বলে তিনি করলেন ৮২ রান। আর বিরাটের এই সাফল্যের আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার ছেলে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ। অমিত শাহ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, “টি-২০ বিশ্বকাপ শুরু করার অন্যতম ‘পার্ফেক্ট’ উপায়। দীপাবলি শুরু হয়ে গিয়েছে। দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। গোটা দলকে অভিনন্দন।” অন্যদিকে, আবেগ ধরে রাখতে পারেননি জয় শাহও। তিনি একটি পোস্টে লিখেছেন, “বিরাট কোহলি ইজ ব্যাক। বিরাটের ট্যালেন্ট তুলে ধরার জন্য অনবদ্য ম্যাচ। অসাধারণ ম্যাচের সাক্ষী থাকলাম। অভিনন্দন।”