জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

সৌরভকে চ্যাপেল অধ্যায় মনে করালেন কীর্তি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবারে বিরাট কোহলির ক্যাপ্টেন্সি যাওয়া নিয়ে বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে একহাত নিলেন ভারতের প্রথম ৮৩ বিশ্বকাপ জয়ী দলের স্পিনার কীর্তি আজাদ। এক সাক্ষাৎকারে কীর্তি গ্রেগ চ্যাপেল অধ্যায় তুলে এনে জানান, “চ্যাপেল যখন ভারতীয় টিম থেকে ক্যাপ্টেন হিসেবে বাদ দেন সৌরভকে, তখন আমি ওর পাশে দাঁড়িয়ে ছিলাম। নিজে ওই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে সৌরভ গিয়েছে বলেই ওর উচিত ছিল বিরাটের সঙ্গে অনেক আগেই কথা বলা। আমি এটা বলছি না যে, বিরাট স্পেশাল কেস। এটা নিয়ে কোন সন্দেহ নেই, ও স্পেশাল ব্যাটার এবং স্পেশাল ক্রিকেটার। বিরাট কিন্তু অন্যদের কাছে উদাহরণ তৈরি করে রেখেছে। তাই সৌরভ বিরাটের সঙ্গে কথা বলে কাজ করতে পারতো, সেখানে কারোর অসুবিধা থাকতো বলে আমার মনে হয় না।”