অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বার্মিংহ্যামের এজব্যাস্টনে তৃতীয় দিনের শুরুতেই ঘটনার ছড়াছড়ি। প্রথম কয়েক ওভারে বিরাট কোহলি ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। সেই বিবাদের মাঝে আম্পায়ার আলিম দারকেও হস্তক্ষেপ করতে হয়। অন্যদিকে, গতকালের সেরা বোলার জসপ্রিত বুমরাহ্ ও মহম্মদ শামি তৃতীয় দিনের প্রথম ওভারগুলিতে ইংল্যান্ডের ব্যাটারদের আক্রমণের শিকার হলেন।
জনি বেয়ারস্টো কিছু বলার পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক কোহলিকে দৃশ্যত অসন্তুষ্ট দেখিয়েছিল এবং ইংল্যান্ড ব্যাটার কে কিছু বলার পরেই অসন্তুষ্ট দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। সেই বাক্য বিনিময়ের পর বেয়ারস্টো কোহলির পিঠে চাপড় মেরে বিষয়টিকে লঘু করতে চাইলেও কোহলি শান্ত হননি। স্লিপ কর্ডনে দাঁড়িয়ে বেয়ারস্টোর উদ্দেশে ক্রমাগত কিছু বলতে থাকেন কোহলি।
৩১তম ওভারের প্রথম বলের পরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। ওভারটি সিনিয়র পেসার মহম্মদ শামি করেছিলেন। কোহলিকে এমনও বলতে শোনা যায় “শাট আপ, শুধু দাঁড়াও এবং ব্যাট করো।”