অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
মোহালীতে গ্যালারী ভর্তি দর্শকের সামনে কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে নামা হবে না বিরাট কোহলির। দর্শকহীন গ্যালারীর সামনেই ১০০ তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি। প্রথমে দর্শক প্রবেশের একটা গুঞ্জন শোনা গেলেও, পাঞ্জাবের মোহালিতে আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টে কোনওরকম দর্শক প্রবেশের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত খানিকটা হলেও বিরাট ভক্তদের কাছে খারাপ খবর।
টি টোয়েন্টি সিরিজের পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। দুম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে মোহালিতে এবং দ্বিতীয়টি হবে বেঙ্গালুরুতে। শেষ টেস্ট অবশ্য দিন-রাতের। আর শোনা যাচ্ছে সেই ম্যাচে নাকি ৫০ শতাংশ দর্শকও প্রবেশ করতে পারে। যদিও বোর্ডের তরফে এখনই সরকারীভাবে কিছু জানানো হয়নি। আগামী ৫ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে টিম ইন্ডিয়া। দীর্ঘ বিশ্রাম কাটিয়ে আবারও এই টেস্ট সিরিজ দিয়েই ভারতীয় দলে ফিরবেন বিরাট কোহলি। মোহালিতেই কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলি। যা ঘিরে এখন থেকেই ভারতীয় ক্রিকেটভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। কিন্তু টিভির পর্দাতেই প্রিয় বিরাটের সেই কীর্তি দেখতে হবে তাদেরকে। কারণ মাঠে প্রবেশের কোনওরকম অনুমতি পাওয়া যাবেনা। দর্শক প্রবেশের অনুমতি দেয়নি পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই কেরিয়ারের শততম টেস্ট খেলার সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। কিন্তু চোট পেয়ে দ্বিতীয় ম্যাচ থেকে চিটকে যান তিনি। আর তাতেই শততম টেস্ট খেলার অপেক্ষাও বেড়ে যায় বিরাট কোহলির। ঘরের মাঠেই শততম টেস্ট খেলবেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচে নামার আগেই বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে নেই তিনি।
আগামী ৫ মার্চ প্রথমবার ঘরের মাঠে শুধুমাত্র ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্চে নামবেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকায় তাঁর নেতৃত্বে টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারত। ২-১-এ সিরিজ হারতে হয়েছিল তাদের। এরপরই ভারতীয় দলের টেস্ট অধিনায়কত্বের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিরাট। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন বছরে এই প্রথমবার টেস্ট সিরিজে নামবে ভারত।
কয়েকদিন আগেই টি টোয়েন্টি, একদিনের পাশাপাশি ভারতের টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। প্রথমবার টেস্টের মঞ্চে রোহিতের নেতৃত্বে নামবেন বিরাট কোহলি। আর সেই ম্যাচই বিরাটের সামনে এক মাইলস্টোনের ম্যাচ। শততম টেস্টে খেলতে নামবেন তিনি। শোনা যাচ্ছিল এই ম্যাচে নাকি মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়ে পারে। বেশ কিছু প্রাক্তন ক্রিকেটাররাও চেয়েছিলেন যে বিরাট দর্শকভর্তি গ্যালারীর সামনে তাঁর শততম টেস্ট ম্যাচ খেলুক।
কিন্তু করোনার পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি। আর সেজন্যই কোনওরকম ঝুঁকি নিতে চাইছেনা পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। দর্শকশূণ্য স্টেডিয়ামের সামনেই হবে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ।