অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছেন বিরাট কোহলি। অনেক নাম ভেসে আসছে কোহলির বিকল্প হিসেবে। তবে বিরাটের জায়গায় টেস্ট ক্যাপ্টেন হতে প্রস্তুত, জানাচ্ছেন ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ। এদিন এক সাক্ষাৎকারে বুমরাহ বলেন,”বিরাট অবশ্যই আমাদের নেতা থাকবে। যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই আমার কাছে সেটা বিরাট সম্মানের ব্যাপার হবে। এরকম একজন প্লেয়ারকেও পাওয়া যাবে না যে, টেস্ট ক্যাপ্টেন হতে চাইবে না। আমি ব্যতিক্রম নই। আমার সেরাটুকু দিয়েই দলে অবদান রাখব। সেটা যেকোনও ভাবেই নেতৃত্ব দেওয়া হোক না কেন! পরিস্থিতি আমি সেভাবেই দেখি। দায়িত্ব নিয়ে প্লেয়ারদের সাহায্য করার মানসিকতা আমার সবসময় ছিল এবং থাকবেও। যে কোনও পরিস্থিতিতেই তা বদলাবে না।”
২০১৮ সালে এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই টেস্টে অভিষেক হয় বুমরার। বিগত চার বছরে বুমরা লাল বলের ক্রিকেটেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আজ তিনি সব ফরম্যাটেই দেশের অন্যতম সেরা যোদ্ধা হয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে এসে বুমরা তিন ম্যাচে ১৪ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন।