জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

তাপপ্রবাহের মোকাবিলায় কোলাঘাট হাইওয়ে ট্রাফিক বিভাগের নয়া উদ্যোগ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

গত কয়েক দিন ধরে দক্ষিনবঙ্গে বেড়ে চলেছে ব্যপক তাপপ্রবাহ। তাপপ্রবাহের ফলে সকাল ১০ টার পর রাস্তাঘাট শুনশান হতে শুরু করে দিয়েছে। বেলা যত বাড়ছে তাপমাত্রার পারদ ততই বাড়ছে। তবে এর মাঝেই রাস্তায় কাজ করতে হচ্ছে ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ারদের।

প্রখর রোদ উপেক্ষা করেই জাতীয় সড়কে ট্রাফিক সামলাতে ব্যস্ত ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা। আর মঙ্গলবার কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিকদের পাশে দাঁড়ালো কোলাঘাট হাইওয়ে ট্রাফিক। তাদের পক্ষ থেকে দেউলিয়া বাজারে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে ছাতা, জল, ওআরএস তুলে দেওয়া হয়। পাশাপাশি ৬ নম্বর জাতীয় সড়কে গাড়ির চালকদের হতেও জল, ওআরএস তুলে দেওয়া হয়।

বলরাম প্রামানিক (কোলাঘাট হাইওয়ে ট্রাফিক ওসি)
গনেশ হাজরা (কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার)

এদিন ছাতা, জল ও ওআরএস তুলে দিলেন কোলাঘাট হাইওয়ে ট্রাফিক ওসি বলরাম প্রামানিক। ট্রাফিক পুলিশ বিভাগের এই উদ্যোগে খুশি কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার কর্মীরা, পাশাপাশি পথ চলতি গাড়ির চালকেরাও।

নিজস্ব চিত্র।