এনএফবি, কলকাতাঃ
কলকাতা পুলিশের সামাজিক সংগঠন প্রণামের পক্ষ থেকে প্রতিবছরের মতো এ বছরও বয়স্ক মানুষদের নিয়ে দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার শুভ সূচনা করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল।
কলকাতা পুলিশ শুধুমাত্র কলকাতার আইন-শৃঙ্খলা দেখার বিষয়টি নিয়েই সারা বছর কাজ করে এমনটা নয়। কলকাতা পুলিশ মানবিক ভাবমূর্তি নিয়োগ সাধারণ মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষদের পাশে থেকে সারা বছর কাজ করে চলে। পুজোর সময় বয়স্ক মানুষদের নিয়ে দুর্গা ঠাকুর দেখতে বেরোনোর আনন্দ এবং তাদের মুখে হাসি ফোটানোতেই কলকাতা পুলিশের স্বার্থকতা।
পাশাপাশি দুর্গাপুজোকে নির্বিঘ্নে সম্পন্ন করতে সমস্ত ধরণের ব্যবস্থা পাকা করে রেখেছে কলকাতা পুলিশ। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিম সতর্কতার সঙ্গে রাস্তায় থাকবে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পেলে বা এজাতীয় কোন পরিস্থিতি নজরে এলে সাথে সাথেই ১০০ ডায়াল করে কলকাতা পুলিশকে দ্রুত খবর দেওয়ার আবেদন রাখলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল।