জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

কলকাতা মহিলা ফুটবল লিগ কন্যাশ্রী কাপের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

বর্ণাঢ্য অনুষ্ঠনের মধ্যে উদ্বোধন হয়ে গেল কলকাতা মহিলা ফুটবল লিগ কন্যাশ্রী কাপের। মঙ্গলবার দুপুরে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অংশ নেওয়া দলগুলির সমবেত কুচকাওয়াজ, পুলিশ ব্যান্ডের বিউগল, মহিলা ঢাকিদের বাজনার মধ্যে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ-সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দোপাধ্যায়।

আনুষ্ঠানিক উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী আইএফএ-কে ধন্যবাদ জানান এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য। তিনি আগামী বছর থেকে শুধুমাত্র বাংলার মেয়েদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি এই প্রতিযোগিতা থেকে ৫০ জন প্রতিভাবান ফুটবলারকে বেছে নেওয়ার পরামর্শ দেন। যাদের মধ্যে থেকে আগামী দিনের বাংলা দল বেছে নেওয়া যাবে। এ ছাড়াও রাজ্য সরকার পুরুলিয়ায় একটি মহিলা ফুটবল অ্যাকাডেমি তৈরি করতে চলেছে বলে তিনি জানান। অনুষ্ঠানে অতীত দিনের মহিলা ফুটবলে বাংলার একমাত্র অর্জুন পুরস্কার প্রাপ্ত শান্তি মল্লিক-সহ এক ঝাঁক প্রাক্তন মহিলা ফুটবলার উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, রঘু নন্দী, বিশ্বজিৎ ভট্টাচার্য ও প্রশান্ত চক্রবর্তী।

এ দিন উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব ২-০ গোলে পশ্চিমবঙ্গ পুলিশ দলকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে সুরঞ্জনা রাউল ও মৌসুমী মুর্মু গোল করেন।