জুলাই 8, 2024
Latest:
জেলা

আন্দোলনে কেপিপি

এনএফবি,জলপাইগুড়িঃ

কামতাপুরি ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা, বিশ্ব মহাবীর চিলারায়ের জন্মদিনকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করার পাশাপাশি তাঁর নামে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করার দাবি নিয়ে ফের জোরদার আন্দোলন শুরু করল কেপিপি সমর্থক‌রা।

মঙ্গলবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করা হয় জলপাইগুড়ি‌তে। মিছিলে‌র মধ্য দিয়ে জমায়েত হয়ে জলপাইগুড়ি‌র ডিভিশনাল কমিশনারের কাছে গণ ডেপুটেশন দেওয়া হয় এদিন। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অভিক রায় বলেন,” আলাদা কামতাপুর রাজ‍্যের দাবিতে আমাদের এই সংগঠন গড়ে তোলা হয়েছিল। সেই দাবি থেকে কোন‌ও দিন‌ও সরছি না আমরা।” কামতাপুরি ও কোচবিহারের ইতিহাস পাঠ‍্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি করেন তিনি। এছাড়া উত্তরবঙ্গে এস‌এসসি বেঙ্গল জোন ঘোষণা করা, উত্তর‌বঙ্গে এইমস হাসপাতাল গঠন করা সহ বিভিন্ন দাবি নিয়ে ডিভিশনাল কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয় এদিন।যদিও এই স্মারক লিপি দেওয়াকে কেন্দ্র করে কয়েক শো পুলিশ উপস্থিত ছিল।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র