জুলাই 5, 2024
Latest:
জেলা

ব্রিজ পরিদর্শনে কুণাল ঘোষ

এনএফবি, কোচবিহারঃ

নিজের সাংসদ তহবিলের টাকায় তৈরি ব্রিজের পরিদর্শন করলেন কুণাল ঘোষ। দিনহাটা ১নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বুড়া ধরলা নদী, বর্ষার সময় ফুলে-ফেঁপে উঠত, যার ফলে ওই সময় নদী পারাপার করতে সমস্যায় পড়তে হতো ওই এলাকার সাধারণ মানুষকে। সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে ২০১৬ সালে স্থানীয় কৃষ্ণকান্ত বর্মন তৎকালীন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করে ওই নদীতে সেতু তৈরির বিষয়ে। তার আবেদনকে মান্যতা দিয়ে কুনাল ঘোষ সেইসময় ওই সেতু তৈরীর জন্য টাকা বরাদ্দ করে। এরপর ২০১৯ সালে সেতুর উদ্বোধন করেন স্বয়ং কুণাল ঘোষ।

বর্তমানে দলীয় কর্মসূচিতে কোচবিহারে রয়েছে কুনাল। বুধবার নিজের তহবিলের টাকায় তৈরি সেই ব্রিজের পরিদর্শন করলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, এটি প্রথম এমন একটি ব্রিজ যেটি ভারতবর্ষের কোনো সাংসদের একক অর্থানুকূল্যে তৈরি হয়েছে।