এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
তৃণমূলের দলীয় কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরে এসে অধিকারী পরিবারের সদস্য সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক কটাক্ষ করেছিলেন কুনাল ঘোষ, এরপর সৌমেন্দু অধিকারী কুনাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ৷ সেই মানহানির মামলার হাজিরা দিতে কাঁথি আদালতে উপস্থিত হয়েছেন কুনাল ঘোষ ৷ জানা গিয়েছে ইতিমধ্যেই এই মামলায় জামিনে মুক্ত হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷
এদিন , সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ ছুড়ে দিলেন কুনাল ঘোষ ৷ প্রসঙ্গত পুর নির্বাচনে দলীয় প্রচারে একাধিক জায়গায় প্রচারকার্য চালাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই প্রচারকার্য থেকে কুনাল ঘোষের একাধিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এবার তার পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষ বলেন আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে দিদিকে বল নাম্বার রয়েছে সেখানে ফোন করে যাতে অভিযোগ করা হয়৷
এই দিন নাম না করে শুভেন্দু অধিকারীকে তার মন্তব্যের নিদান দিলেন রাজ্য তৃণমূলের অন্যতম নেতা কুনাল ঘোষ।