জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

শালবনীতে জাতীয় সড়ক অবরোধে কুড়মী সম্প্রদায়

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বিভিন্ন প্রান্তে দেখা গেছে কুড়মী সমাজের হুরকা জাম অবরোধ।
এই অবরোধকে কেন্দ্র করে নিত্যযাত্রী সহ সকল মানুষই অবরুদ্ধ হয়ে পড়ে ৷ কুড়মী সমাজের মূল দাবি তাদের এই ঐতিহ্যবাহী করম পরব উপলক্ষ্যে পূর্ণাঙ্গ ছুটির দাবিতে শনিবার সকাল থেকে শালবনী স্টেশন সংলগ্ন রানাপাড়ার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে সমস্ত কুড়মী সম্প্রদায়ের মানুষজন জাতীয় সড়ক অবরোধ করে ১২ ঘন্টার চাকা জ্যাম অর্থাৎ হুরকা জাম ৷ এই কুড়মী সম্প্রদায়ের মানুষের একটাই দাবি রাজ্য সরকার যাতে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করে সেই দাবি নেই আজ এই পথ অবরোধ, এই অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এর ফলে নিত্য যাত্রী থেকে অফিস যাত্রী সকল মানুষই হয়রানির শিকার হয়।

নিজস্ব চিত্র

পাশাপাশি রাজ্য সরকারকে হুমকি প্রদান করে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে, তবে এই অবরোধের ফলে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে মোতায়েন রয়েছে শালবনী থানার বিশাল পুলিশ।