এনএফবি, আলিপুরদুয়ারঃ
শুক্রবার রাতে একটি লক্ষ্মী পেঁচার ছানা উদ্ধার হল ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকা থেকে।
জানা গিয়েছে, এদিন আনুমানিক সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ সংশ্লিষ্ট ব্লকের জটেশ্বর বাজার এলাকার একটি গাছের নীচে একটি লক্ষ্মী পেঁচার ছানা পড়ে থাকতে দেখেন জটেশ্বর পুলিশ ফাঁড়ির কর্মীরা ৷ তারা ওই লক্ষ্মী পেঁচার ছানাটিকে উদ্ধার করে এবং দলগাঁও রেঞ্জের বন কর্মীদের খবর দেয়।
খবর পেয়ে বন দপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে ওই লক্ষ্মী পেঁচার ছানাটিকে উদ্ধার করে নিয়ে যায়।