বঙ্গ গৌরবে সম্মানিত লক্ষ্মীকান্ত

এনএফবি, আলিপুরদুয়ারঃ

বঙ্গ গৌরব সম্মান ২০২২ পাচ্ছেন ডুয়ার্সের ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের খগেনহাটের সমাজসেবী লক্ষ্মীকান্ত রায়। বিশেষভাবে সক্ষম শিশু ও কিশোরদের পড়াশোনা, খেলাধুলো এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্যই  বঙ্গ গৌরব সম্মান ২০২২ পেতে চলেছেন তিনি। আগামী ১৮ সেপ্টেম্বর কলকাতায় ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ড নামের প্রকাশনা ও সমাজ উন্নয়নমূলক সংস্থার তরফে তাঁকে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

জানা গিয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার  এবং জলপাইগুড়ি জেলার বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীকে স্কুলমুখী করেছেন তিনি। উচ্চশিক্ষা লাভ সহ বিশেষভাবে সক্ষম ৫ জনকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। তাঁর বঙ্গ গৌরব সম্মানে খুশি খগেনহাট-সহ গোটা জেলার মানুষ। এদিন লক্ষ্মীকান্ত বাবু বলেন, ‘আমি যে পুরস্কার পাচ্ছি তা শুধু আমার একার নয় গোটা ফালাকাটা ও খগেনহাটের মানুষের পুরস্কার। যারা আমাকে সহযোগিতা করেছেন তাঁদের সকলের কৃতিত্বকে এই পুরস্কার উৎসর্গ করলাম।‘