জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

বসুন্ধরার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলতি মাসে বাংলাদেশ যাচ্ছেন লালহলুদ কর্তারা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গলের সঙ্গে পূর্ববঙ্গের বসুন্ধরার গাঁটছড়া বাঁধার একটা ধাপ এগোলো৷ বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহানকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়ে গত বৃহস্পতিবার আজীবন সদস্যপদ দিয়েছিলেন লালহলুদ কর্তারা৷ বসুন্ধরার এমডি সায়েম ক্লাবের আবেগ দেখে মুগ্ধ হয়ে ইস্টবেঙ্গল তথা ভারতীয় ফুটবলের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ৷

এবার ইস্টবেঙ্গল কর্তাদের কাছে বাংলাদেশ যাওয়ার আমন্ত্রণ পৌঁছে গেল। এদিন ক্লাব তাঁবুতে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে । ইস্টবেঙ্গল ক্লাব থেকে, আমন্ত্রণ স্বীকার করে জানানো হয় কবে তারা বাংলাদেশ যাবে সেটা পরে জানানো হবে৷

সূত্রের খবর এই মাসের শেষে বাংলাদেশ যাবেন লাল হলুদ কর্তারা৷ শুধু যাওয়া নয় ক্লাব যে কয়েকজন বাঙালি ফুটবলার সই করিয়েছে তাঁদের নিয়ে গিয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচও খেলবে শতবর্ষর ক্লাব। যেখানে ইন্দো বাংলার মৈত্রীর বার্তাও থাকবে৷ এরপরেই আগামী আইএসএলে বসুন্ধরা গ্রুপের সঙ্গে চুক্তিপত্র সই হবে। কারণ বসুন্ধরা গ্রুপের থেকে ক্লাব কর্তারা পজিটিভ মানসিকতাই পেয়েছেন। যদিও কর্তারা প্রকাশ্যে কিছুই বলতে চাইছেন না। তবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে কান পাতলেই শোনা যাচ্ছে বসুন্ধরার সঙ্গে দুই হাত এক হওয়া একবারে পাকা ৷ তবে বসুন্ধরা গ্রুপের তরফ থেকে নয়, ইস্টবেঙ্গলের ডাক এসেছে সংস্থার অধীনস্থ ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্রের তরফ থেকে ৷ যে ক্লাবের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান৷ শুধু তাই নয় প্রকবসুন্ধরা কিংস, শেখ রাসেল এবং ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে একটি টুর্নামেন্ট করার কথাও জানিয়েছেন ক্লাবকে৷

শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ গত দুই বছরে ক্লাবের ফুটবল দলের হয়ে ১০০ কোটি টাকার উপর বিনিয়োগ করেছে। প্রথম বছরে তারা ৫৫ কোটি টাকা বিনিয়োগ করেছিল। দল তৈরি করতে লেগেছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। কোচিং স্টাফদের পিছনে খরচ করা হয়েছে প্রায় চার কোটি টাকা। এর পাশাপাশি একাধিক আনুষাঙ্গিক খরচ তো রয়েছে। শ্রী সিমেন্ট এই টাকা বিনিয়োগ করে ঘরে তুলতে পেরেছে মাত্র ১৪ – ১৫ কোটি টাকা। যার মধ্যে রয়েছে স্পনসরশিপ বাবদ ৪০-৫০ লক্ষ টাকা। ফলে আর্থিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। ফলে সবমিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে রাজি নন শ্রী সিমেন্ট কর্তারা। স্পোর্টিং রাইটসও ফিরিয়ে দেবে তারা।