জুলাই 3, 2024
Latest:
ফিচারস্থানীয়

হরিহরপাড়ায় মাটি চুরি, প্রতিবাদে পথ অবরোধ

এনএফবি, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের আশে পাশে দিন দিন বেড়েই চলেছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। আর তাদের মদত দিয়ে চলেছে সমাজের প্রভাবশালী একাংশ। এরই প্রতিবাদে আজ মাটি চুরির ঘটনায় হরিহরপাড়ায় পথ অবরোধে সামিল হল গ্রামবাসীরা ৷

আবু বাক্কার, মাটি কাটার শ্রমিক ৷ নিজস্ব চিত্র

জানা গেছে, মুর্শিদাবাদের সীমান্তবর্তী হরিহরপাড়ার স্বরূপপুর, সুন্দলপুর, শিবনগর এলাকাজুড়ে ভৈরব নদীর পাড়ে প্রকাশ্যে চলছে দেদার অবৈধ মাটি খননের কাজ ৷ নিমেষে সাফ হয়ে যাচ্ছে নদীর পাড় লাগোয়া মাটির পাহাড়। ফলে যেকোন মুহূর্তে বড়সড় ভূমিধস থেকে শুরু করে ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে সমগ্র এলাকাজুড়ে।

সফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

আজ এরই প্রতিবাদ জানাতে হরিহরপাড়ার স্বরূপপুরের দাউদের মোড় এলাকায় অবৈধভাবে ট্রাক্টর ভর্তি মাটি কেটে নিয়ে যাওয়ার জন্য ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা । খবর চাউর হতেই থানার বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ৷ একজন চালককে আটক করা সম্ভব হলেও, বাকিরা পলাতক। পুলিশ কয়েকটি ট্রাক্টর এলাকা থেকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের পুলিশের কাছে একটাই দাবি, অবিলম্বে অবৈধ মাটিকাটায় মদত দেওয়া প্রোমোটারদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

পথ অবরোধ ৷ নিজস্ব চিত্র

এদিকে এই পরিস্থিতি চলতে থাকলে অবিলম্বে পার্শ্ববর্তী এলাকার চাষের জমিতেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দেবে। তাই গ্রামবাসীরা দ্রুত সমস্যা সমাধানের প্রহর গুনছেন ৷

নিজস্ব চিত্র