জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

টি টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাসেজ জিতেও অজি কোচ থেকে সরলেন ল্যাঙ্গার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

টি টোয়েন্টি বিশ্বকাপ অ্যাসেজ জিতেও অস্ট্রেলিয়ার কোচ থাকছেন না প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ল্যাঙ্গারের ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। তাদের পক্ষ থেকে ঘরের মাটিতে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত একটি কম সময়ের চুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাঙ্গার তাতে রাজি হননি। ক্রিকেট অস্ট্রেলিয়া বলে, “ভবিষ্যতের সূচি এবং দলের বিভিন্ন দিক বিবেচনা করে ল্যাঙ্গারকে একটি চুক্তি দেওয়া হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত একটি চুক্তি ল্যাঙ্গারের সামনে রেখেছিল। উনি জানিয়েছেন, সে এই চুক্তি গ্রহণ করছেন না এবং এই মুহূর্তে কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছেন।”ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ল্যাঙ্গারের ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। ২০১৮ সালে বল বিকৃতির মতো ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেটকে কলঙ্কিত করে। তারপর কোচ ল্যাঙ্গার অস্ট্রেলিয়ান ক্রিকেটকে ঘুরে দাঁড় করান। তার কোচিংয়ে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাসেজ জেতে।