এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দুদিন ব্যাপী ধর্মঘটের প্রথম দিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সরকারি বাসস্ট্যান্ড এলাকায় সিটু কর্মীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে সকাল থেকে। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধ এই বনধ। দ্রব্য মূল্য , সাম্প্রদায়িক দাঙ্গা এবং আনিস খানের খুনের মামলায় পথে নেমেছে বামফ্রন্ট কর্মীরা। যদিও বালুরঘাট পাবলিক বাস না চললেও পুলিশি নিরাপত্তায় সরকারি বাস চলছে কিছু সংখ্যক। সকাল থেকে আস্তে আস্তে দোকান খুলতেও দেখা গেলো আজ সকালে থেকে। এখন দেখার বিষয় বেলা বাড়াতে বনধে পরিস্থিতি কোনদিকে গড়ায়।