জুলাই 5, 2024
Latest:
জেলা

খারুইয়ে সমবায় সমিতি বাঁচাও মঞ্চের নামে বাম বিজেপি জোট

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

৪ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খারুই গঠরা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। তার আগে মঙ্গলবার সমিতির নির্বাচনে বাম বিজেপি জোট এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেয়। খারুই সমবায় সমিতি নির্বাচনে নন্দকুমার মডেলের আদলে বাম বিজেপির জোট হয়, যা সমবায় সমিতি বাঁচাও মঞ্চ গঠন করে মনোনয়ন জমা দেয় বাম বিজেপি জোট। নন্দকুমারে সমবায় সমিতির নির্বাচনে বাম বিজেপি জয়লাভ করলেও মহিষাদল, ডিমারী-সহ অন্যান্য জায়গায় বাম বিজেপি জোট জয়লাভ করতে পারেনি। তবুও খারুই সমবায় সমিতি নির্বাচনে বাম বিজেপি জোট করলেও তা আমল দিতে নারাজ তৃণমূল। তাদের দাবি সবকটা আসনেই বিপুল ভাবে জয়লাভ করবে তৃণমূল।

তবে অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল ভয় দেখিয়ে তাদের নমিনেশন করতে বাধা দিচ্ছে, এমনকি নির্বাচনের দিন সন্ত্রাস সৃষ্টি করতে পারে বলেও অভিযোগ বিরোধীদের। শাসক দল বাম বিজেপির অভিযোগ নসাৎ ভাবে উড়িয়ে দিয়েছেন, তাঁরা বলেন ওদের অভিযোগ ভিত্তিহীন ওরাও নমিনেশন করুক আমরাও চাই ওদের দু একটা সিট পাক তৃণমূলের পক্ষ থেকে এমনটাই বলা হয়। তবে খারুই সমবায় সমিতির নির্বাচনে বামফ্রন্ট ২৭টি আসন, বিজেপি ১৬টি আসন এবং তৃণমূল ৪৩টা আসনে লড়াই করছে। সমস্ত দল জয়ের প্রতি আশাবাদী রয়েছে।