জুলাই 8, 2024
Latest:
জেলা

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত বামেদের

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ সংস্থার প্রতি বছর পরিচালন সমিতির ভোট হয়। যখন তৃণমূল কংগ্রেসের জামানায় শাসক দলের জয় জয়কার তখন আবার নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল বাম সংগঠনের সিআইটিইউ (CITU)। গত পাঁচ বছর ধরে নিজেদের জায়গা ধরে রেখেছে সিআইটিইউ (CITU)। বারবার তৃণমূল কংগ্রেস চাইলেও এই সংস্থার পরিচালন কমিটি দখল করতে ব্যর্থ হয়েছে। গত বছর ২০২১ সালে ভোটে নির্বাচনের ফলাফল হয়ে ছিল আইএনটিটিইউসি (INTTUC)-৪ আর সিআইটিইউ (CITU)-১৪ আসন দখল করে পরিচালন কমিটি দখল করেছিল।

মিষ্টিমুখ। নিজস্ব চিত্র

উল্লেখ্য কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ইঞ্জিনিয়ার, অফিসার, কর্মচারীদের পরিবারের সদস্যদের অবসর বিনোদন ও খেলাধুলার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, নাচ,গান, আবৃত্তি, অঙ্কন, যোগব্যায়াম প্রভৃতি প্রশিক্ষণ কেন্দ্র পাঠাগার ইত্যাদি পরিচালনা করে এই প্রমোদ সংস্থা। তবে এইবারও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ সংস্থার পরিচালন কমিটির ভোট হয়। সেখানে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গভীর রাতে ভোটের ফলাফল বের হয় সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-২ আসনে জয় লাভ করেন এবং বাম সংগঠনের শ্রমিক সংগঠন সিআইটিইউ (CITU)-১৬ আসনে জয়লাভ করেন। ফলত উচ্ছ্বসিত বাম কর্মী সমর্থকেরা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে বাম সমর্থিত প্রার্থীরা এত বছর ধরে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বামফ্রন্ট পূর্ব মেদিনীপুরের আহ্বায়ক নিরঞ্জন সিহি সহ বাম সংগঠনের নেতৃত্বরা।