জুলাই 5, 2024
Latest:
জেলা

কেন্দ্রের অগ্নিপথ স্কিম বাতিল করার দাবিতে কোচবিহারে বামেদের মিছিল

এনএফবি, কোচবিহারঃ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও অগ্নিপথ স্কিম বাতিলের দাবি এবং শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতির অভিযোগ তুলে কোচবিহার জেলায় মিছিল করল সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভা।

এদিন কোচবিহার জেলার স্টেশন চৌপথী সংলগ্ন সুকান্ত মঞ্চ থেকে ওই মিছিল বের হয়। সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় সিপিআইএমের জেলা কার্যালয়ের সামনে। এদিন ওই মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএমের জেলা সম্পাদক অনন্ত রায় , সারা ভারত কৃষকসভা জেলা কমিটির সদস্য তারাপদ বর্মণ, আকিক হাসান সহ অন্যান্যরা।

নিজস্ব চিত্র

গোটা দেশ জুড়ে যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে,আমাদের দেশের যুবকদের চাকরি থেকে বঞ্চিত করার যে চেষ্টা নরেন্দ্র মোদীর সরকার করে যে অগ্নিপথ প্রকল্প আজকে চালু করার ষড়যন্ত্র করছে এবং কৃষক তাদের ফসলের লাভজনক দাম পাচ্ছে না, রাজ্যে মমতা ব্যানার্জীর সরকার শিক্ষক নিয়োগে যে পাহাড় তোলা দুর্নীতি এবং কৃষক যখন ফসল উৎপাদন করে তখন যে রাসায়নিক সার ব্যবহার করে সেখানে ব্যাপক ভাবে কালোবাজারি হচ্ছে ৷ এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল বলে জানান সংগঠনের নেতা অনন্ত রায়।

নিজস্ব চিত্র