জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ বামেদের

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার একাধিক দাবি দাওয়া নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে শালবনি বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত খেতমজুর ইউনিয়ন।

১০০ দিনের কাজের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান করতে হবে, বিভিন্ন প্রকল্পের বন্ধ হওয়া ভাতা পুনরায় চালু করতে হবে, সকল জবকার্ড হোল্ডারদের ১০০দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি প্রদানের দাবি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এই দিন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়ন। এই দিন বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্যাম পান্ডে, লক্ষ্মীনাথ ঘোষ, সৌগত পন্ডা, প্রসেনজিৎ মান্ডি সহ অন্যান্য বাম সংগঠনের কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান কর্মসূচিতে প্রায় শতাধিক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।