জুলাই 3, 2024
Latest:
জেলা

হাতির তাণ্ডবের ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ বামেদের

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

বেশ কয়েক সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ এলাকা কৃষির উপর নির্ভরশীল, বিশেষ করে শীতের মরশুম এলেই চাষিরা স্বপ্নের আলু চাষ করেন ভালো লাভের আশায়। তবে গত দুই থেকে তিনবার অতিভারী বৃষ্টিপাতের কারণে এমনিতেই একাধিক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারই মাঝে হাতির তাণ্ডব অব্যাহত। এই তাণ্ডবের ফলে ক্ষতি হয়েছে একাধিক জমির আলু। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে এলাকার চাষিরা।

বৃহস্পতিবার জেলার শালবনি ব্লকের পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করে ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো অল ইন্ডিয়া কৃষক সভা নামে বাম সংগঠন। মূলত তাঁদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে, বন্যপ্রাণী শিকার আইন লাগু করতে হবে, বনকর্মীদের ছাঁটাই করা চলবে না। এমন একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন এবং পথ অবরোধ করে বাম সংগঠন। সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে পিড়াকাটা ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বাম সংগঠনের বক্তব্য আগামী দিনে এই দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

আরও পড়ুনঃ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত