জুলাই 5, 2024
Latest:
ফিচারবিনোদন

প্রয়াত প্রবাদপ্রতিম চিত্র পরিচালক তরুণ মজুমদার

এনএফবি বিনোদন ডেস্কঃ

ভালোবাসার বাড়ি থেকে চির বিদায় নিলেন নির্দেশক তরুণ মজুমদার ৷ কিংবদন্তী বাঙালী পরিচালক তরুণ মজুমদারের জীবনাবসান ৷ সোমবার সকাল ১১: ১৭ মিনিটে এস এসকে এম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বয়স হয়েছিল ৯২ বছর ৷ বেশ কিছুদিন ধরে কিডনি জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷ প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিলেও শেষ অবধি জীবন বাতি নিভে গেলো ৷

ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য পাঁচটি জাতীয় পুরষ্কারে ভূষিত করা হয়েছে তাঁকে ৷ সাতটি BFGA এবং পাঁচটি ফিল্মফেয়ার পুরষ্কার পেয়েছেন ৷১৯৯০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন ৷ ১৯৬২ সালে তাঁর নির্দেশনায় তৈরী ছবি কাঁচের স্বর্গ ছবির জন্য জাতীয় পুরষ্কার পান তিনি ৷ তাঁর নির্মিত উল্লেখযোগ্য ছবি গুলি হল চাওয়া পাওয়া ( ১৯৫৯) ,স্মৃতি টুকু থাক(১৯৬০) পলাতক( ১৯৬৩),বালিকা বধূ ( ১৯৬৭) নিমন্ত্রণ ( ১৯৭১),কুহেলি (১৯৭১) ফুলেশ্বরী (১৯৭৪) সংসার সীমান্তে ( ১৯৭৫) গণদেবতা ( ১৯৭৮) দাদার কীর্তি ( ১৯৮০), ভালোবাসা ভালোবাসা(১৯৮৫) ৷ ভালোবাসার বাড়ি তরুণ মজুমদার পরিচালিত শেষ ছবি ৷ তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে ৷