জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ফাঁসিদেওয়ায় চিতাবাঘের চামড়া ও নখ উদ্ধার, ধৃত ৩

এনএফবি, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের ফৌজিজোত এলাকায় উদ্ধার হলো চিতাবাঘের চামড়া ও নখ। শুক্রবার গোপনে যৌথ অভিযান চালায় এসএসবির গোয়েন্দা বিভাগ এবং ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা।

ধৃত ৩। নিজস্ব চিত্র

জানা যায়, মোটর বাইক আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চিতাবাঘের চামড়া। এই ঘটনায় প্রথমে দুজনকে গ্রেফতার করে। দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও একজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম তাপস খুড়া(২০) মুকেশ কেরকাট্টা(১৮) পিতালুস কেরকাট্টা(২৪)। তাপস মালবাজারের রানীচিরা চা বাগানের এবং মুকেশ ও পিতালুস ফাঁসিদেওয়া ব্লকের রাইলাইন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়া নেপালে নিয়ে গিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ছিল। এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, “গোপন সূত্রে খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে চিতাবাঘের চামড়া ও নখ সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি দুটি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়া লম্বায় ১১০ সেন্টিমিটার ও চওড়ায় ৫০ সেন্টিমিটার। ধৃতরা সকলেই বাঘের মাংস খাওয়ার পর চামড়া ছাড়িয়ে নেয়। এরপর চামড়া ও নখ ছাড়িয়ে সেগুলি গোপনে নেপালে বিক্রি করার মতলব ছিল।”

বাঘের নখ। নিজস্ব চিত্র

শনিবার ধৃতদের আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা।

বাজেয়াপ্ত করা ৩ টি বাইক। নিজস্ব চিত্র