এনএফবি, মুর্শিদাবাদঃ
যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লোক বসেছিলেন, সেই কলকাতা মেয়রের চেয়ারে বসে একটা মানুষ অসংযত কথা বলছেন-এটা কাম্য নয়। ফিরহাদ হাকিমের নাম না করে একথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মঙ্গলবার প্রায়ত বামপন্থী নেতা সুধীন সেনের জন্মশতবর্ষ অনুষ্ঠানে বহরমপুরে উপস্থিত ছিলেন তিনি। বহরমপুরের ঋত্বিক সদনে এই অনুষ্ঠান হল। সভায় বক্তব্য রাখেন বিমানবাবু। তিনি জানান, আসলে যেসব মানুষ ভুলভাল কথা বলেন, তারা কথা কম বললেই ভালো। এতে ভুল বলা কম হবে। ভারতবর্ষ তো সাংবিধানিক ও গণতান্ত্রিক দেশ। সেই গণতন্ত্র আজ আক্রান্ত।
আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি জানান, এখনই কিছু বলা না গেলেও ভোট দেওয়ার জন্য লড়াই করতে হবে।