জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

লিস্টনই ভবিষ্যৎ, উইলিয়ামসকে মিস করবো

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বসুন্ধরা কিংসকে যুবভারতীতে ৪-০ গোলে হারিয়ে এএফসি কাপে টিকে রইলো এটিকে মোহনবাগান। এদিন লিস্টন কোলাসো হ্যাটট্রিক করলেন আর অতিরিক্ত সময়ে ৭০ মিনিটে নেমেই গোল করেন ডেভিড উইলিয়ামস। এদিন সাংবাদিক সম্মেলনে এসে জুয়ান ফেরান্দ জানালেন,” আমরা চাপে পড়ে গেছিলাম প্রথম ম্যাচ হারের পরে তবে বিশ্বাস ছিল যে ছেলেরা কামব্যাক করতে পারবে ওরা সফল হলো আমি তাতে খুবই খুশি।” এরপর হ্যাটট্রিক করা লিস্টন কোলাসোকে নিয়ে বলছেন,” ও ভালো ছিলই অনেক উন্নতি করেছে। গত কয়েক মাসে আমার সঙ্গে থেকে। আরও উন্নতি করবে। ও ভবিষ্যত তাই ওকে নিয়ে ভাবা যেতেই পারে।”ডেভিড উইলিয়ামস মুম্বই সিটি এফসিতে চলে যাচ্ছেন। সম্ভবত এই এএফসির পরে তিনি আর থাকবেন না সবুজ মেরুন জার্সিতে। তার উদ্দেশ্য জুয়ান জানালেন, ওকে মিস করবো আমাদের জন্য ডেভিড খুব কার্যকরী। দরকারের সময় সবসময় আমাদের বাঁচিয়ে এসেছে।” এরপর তিনি জানালেন,” আমাদের দলে ২৬ জনই অধিনায়ক।” শনিবার বৃষ্টিস্নাত যুবভারতীতে সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠা গোয়ানিজ স্ট্রাইকার লিস্টন কোলাসোই হয়ে উঠলেন নায়ক। তাঁর হ্যাটট্রিকেই এটিকে মোহনবাগান কার্যত উড়িয়ে দিল বসুন্ধরা কিংসকে। প্রথম ম্যাচে মাজিয়ার বিরুদ্ধে ১-০-য় জেতা বসুন্ধরা শুরুর দিকে জয়ের ছন্দে থাকলেও প্রথম গোল খেয়ে যাওয়ার পর তাদের কার্যত অসহায় দেখায়। প্রথমার্ধে ২৪ ও ৩৩ মিনিটে কোলাসোর জোড়া গোলে এগিয়ে থাকা কলকাতার দলটি দ্বিতীয়ার্ধে ফের দুই গোল দিয়ে জয়ের রাস্তা পরিস্কার করে নেয়।
এটিকে মোহনবাগান দল: অর্শ আনোয়ার (গোল), প্রবীর দাস (কিয়ান নাসিরি), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গন, শুভাশিস বোস, কার্ল ম্যাকহিউ, দীপক টাঙরি (গুরসিমরত গোল), জনি কাউকো (ডেভিড উইলিয়ামস), মনবীর সিং (ফারদিন আলি মোল্লা), লিস্টন কোলাসো (রবি বাহাদুর রাণা), রয় কৃষ্ণা।