দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, আহত একাধিক

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

আবারও দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ৷ মেদিনীপুর থেকে দিঘা আসার সময় এগরা বেলদা রাজ্য সড়কে এগরা ঢোকার আগে কৌড়দার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী বাস ৷ ঘটনায় আহত হয়েছে প্রায় ১৫ থেকে ১৬ জন যাত্রী ৷ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল নাগাদ এগরা কৌড়দা বাসষ্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় ৷ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য আহত বাস যাত্রীদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, শনিবার সকালে বেলদা থেকে একটি যাত্রীবাহী বাস কাঁথির উদ্দেশ্যে রওনা দেন। এইদিন সকাল নাগাদ এগরা কৌড়দা বাসষ্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। দুর্ঘটনার ফলে বেশ কয়েক জন যাত্রী গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। দ্রুত ঘটনা স্থলে ছুটে আসে এগরা থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানাগেছে। পুলিশ বাসটিকে উদ্ধার করতে তোড় জোড় শুরু করেছে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দ্রুতগতিতে থাকার কারণে এমন দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। যদিও দুর্ঘটনার ফলে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নিজস্ব চিত্র

এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, “বাসটি দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। বেশ কয়েক জন বাস যাত্রী ও শিশু আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে এগরা সুপার ফেসিলিটি হাসপাতালে ভর্তি করেছি।”এই প্রসঙ্গে এগরা থানায় পুলিশ আধিকারিক বলেন,“ঠিক কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসের চালকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”