জুলাই 5, 2024
Latest:
জেলা

তোর্সা নদীর ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, নিরুত্তাপ প্রশাসন

এনএফবি,আলিপুরদুয়ারঃ

তোর্সা নদীর ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে কালচিনি ব্লকের বীচ বাগানের বাসিন্দারা। জমি,ঘরবাড়ি ইতিমধ্যে চলে গিয়েছে তোর্সা নদীর জলের নীচে । এভাবে ভাঙন চলতে থাকলে কোনও একদিন বীচ বাগানের ফরেস্ট লাইন এলাকাটি তোর্সা নদীর জলে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসীরা ।

জানা গেছে ,শুধু এবছরের বৃষ্টি নয়,গত দুবছরের বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোর্সা নদীর ভাঙন । বীচ ফরেস্ট লাইন এলাকায় তোর্সা নদীর অনবরত ভাঙন চলছে। বেশি বৃষ্টি হলেই বীচ ফরেস্ট লাইন এলাকায় জল প্রবেশ করছে।যা আতঙ্কের কারণ হয়ে গেছে এলাকাবাসীদের কাছে।

নিজস্ব চিত্র

সর্বোপরি , নদী ভাঙনের কারণে অনেক জমি তলিয়ে যাওয়ায় এলাকায় বাঁধের দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা। প্রাণ হাতে করে বিনিদ্র রজনী কাটাতে হচ্ছে এলাকাবাসীদের ৷ প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি ৷