জুলাই 17, 2024
Latest:
উৎসব আয়োজন

রাত পোহালে লস্করহাটে শতাব্দী প্রাচীন রথ উৎসবে মেতে উঠবেন এলাকাবাসী

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

রাত পোহালেই উড়িষ্যার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রার পাশাপাশি সারা ভারতবর্ষ ব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রার দড়িতে টান পড়বে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা অসুস্থতা কাটিয়ে ছুটি কাটাতে যাবেন তার মাসির বাড়ি।

সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার লস্করহাটেও শতাব্দী প্রাচীন রথযাত্রা উৎসবে মেতে উঠবেন এলাকার মানুষ। গত দু’বছর করোনার সংকটের কারণে রথের রশিতে টান পড়লেও এলাকার মানুষ সেভাবে রথের উৎসবে শামিল হতে পারেননি। এই বছর করোনার প্রভাব কেটে যেতেই মানুষ পূর্বের মতোই রথযাত্রা উৎসবে মেতে উঠেছেন। এলাকার মানুষ আজ থেকেই আগাম প্রস্তুতিতে মত্ত। চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র।