এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা র ৬০ নম্বর জাতীয় সড়কের তুলসী চোটির কাছে যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এই দুর্ঘটনায় অনেকে আহত হয়েছে এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে ৷
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যাত্রীবাহী বাসটি চন্দ্রকোনা রোড থেকে গড়বেতা যাওয়ার সময় রবিবার দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷ স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকাজে স্থানীয়দের তৎপরতা ছিল চোখে পড়ার মতো ৷ ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ পৌঁছেছে ।