অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারতের মুখের গ্রাস ব্যাট হাতে প্রায় একাই কেড়ে নেন প্রোটিয়া দলের তরুণ ডানহাতি ব্যাটার কিগান পিটারসেন। ১-০ ফলে পিছিয়ে থেকে সিরিজে কামব্যাক করে ২-১ ফলে সিরিজ জিততে সমর্থ হয়েছে প্রোটিয়া বাহিনী। এই জয়ের অন্যতম নায়ক পিটারসেন। তিন টেস্টের সিরিজে পিটারসেন ২৭৬ রান করেছেন। তার গড় ৪৬। দুই দলের মধ্যে তিনি একমাত্র ক্রিকেটার যিনি সিরিজে তিনটি অর্ধশতরান করতে সমর্থ হন। যার মধ্যে ৮২ রানের ইনিংসটি তিনি খেলেন কেপটাউনে ম্যাচের শেষ ইনিংসে। প্রোটিয়া ব্রিগেড জয়ও পায় টেস্ট সিরিজে। সিরিজ সেরাও হন পিটারসেন।
পড়ুন : সাত বছর পরে পুরোনো কিং কোহলিকে দেখার অপেক্ষায় সমর্থকরা
এদিন তিনি সাংবাদিকদের জানালেন,”প্রথম টেস্ট হারের পরে বিশ্বাস হারাইনি নিজেদের উপর থেকে। এই সুন্দর উপলব্ধিটা আমাদের সঙ্গে রয়েছে। কদিন পরেও হয়তো উপলব্ধি আর আনন্দটা বাখ্যা করতে পারবো না। আমি, আমার পরিবার, আমার কাছের লোকজন এখনও বিষয়টি উপভোগ করছে। সিরিজটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাকের বিরুদ্ধে খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। আমার ক্যারিয়ারের সব থেকে চ্যালেঞ্জিং বোলিং অ্যাটাককে আমরা খেলেছি । পেস ও স্পিন দুই বিভাগেই ভারতের লাইন আপ সেরা। অনেক সাবধানে ব্যাট করতে হয়েছে। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট ভারতের বোলিংই আমার জীবনের খেলা সেরা বোলিং অ্যাটাক। সারা জীবন আমার সফর ও গল্পটা সবাইকে বলতে পারবো।” এরপরে পিটারসেন নিজের ব্যাটিং নিয়ে জানান,”পঞ্চাশ ওভারের আগে হোক বা পঞ্চাশ ওভারের পরে, আমি ব্যাটিংটা উপভোগ করি। আমি গর্বিত দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলতে পেরে। আমাদের এই গ্রুপটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য নতুন কিছু করতে চাইছি।” আগামীকাল বুধবার তেম্বা বাভুমার নেতৃত্বে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নামবে প্রোটিয়া ব্রিগেড। তরুণ পিটারসেন ওয়ান ডে দলে সুযোগ না পেলেও নিজের দলকে কিন্তু শুভেচ্ছা জানাতে ভুললেন না।