করোনা আবহ কাটিয়ে লাভের আশায় কোলাঘাটের পদ্মচাষিরা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘ দুই বছর করোনা আবহ কাটিয়ে ওঠারপর এই বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় লাভের আশায় বুক বেঁধেছে কোলাঘাটের পদ্মচাষিরা ৷ কোলাঘাট ব্লকে সাগরবাড়, সারদা বসান গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরেই এই পদ্ম ফুলের চাষ করে আসছে। গত দুবছর তেমন লাভ করতে পারেননি, এবার তারা অনেকটাই আশাবাদী এলাকার পদ্মচাষ নিয়ে । তারপরও রয়েছে ফড়েদের চাপ ৷

নিজস্ব চিত্র

জানাগেছে ,চাষিরা চাষ করে ফুল ফুটিয়ে বাজারে গিয়ে ফড়েদের দিয়ে দিতে হয়, নিজেরা বিক্রি করতে পারে না ৷ তবে কেউ কেউ মাল স্টোরে রেখে অনেক দিন ধরেই ব্যবসা করেন। বর্তমানে ফুলের যা দাম সেভাবে তারা দাম পাচ্ছে না, অন্যদিকে সার, কীটনাশক ঔষধ এতটাই দাম বেড়েছে, এতেই তারা সমস্যায় পড়ছেন। পার্শ্ববর্তী ভোগপুর, দেউলিয়া, কোলাঘাট এইসব জায়গার পদ্মচাষি, একদিকে ফড়েদের হাতে বিক্রি করতে হয়। তাই দাম অনেকটাই কম পান,সেই মাল ফড়েরা নিয়ে কলকাতায় বিক্রি করেন। এক একজন এক বিঘা, দু বিঘা, কেউ কেউ চার বিঘা, আবার কেউ ১০- ১২ বিঘা পর্যন্ত এই পদ্ম চাষ করেন।
সব খরচ বাদে তেমন কিছু লাভ করতে পারেনি এমনটাই জানালেন কোলাঘাট ব্লকের সাগরবার গ্রাম পঞ্চায়েত এলাকায় সাগরপাড় গ্রাম এবং পার্শ্ববর্তী সারদা বসান গ্রামের চাষিরা ৷ পাশাপাশি তারা জানান এই চাষের উপর জীবিকা নির্বাহ করে। তারা সরকারের কাছে আশাবাদী যদি সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক সাহায্য করা হয় তাহলে তারা এই চাষ থেকে আরও ভালো ফুল ফলাতে পারবে ৷ পাশাপাশি চাহিদা মত ফুল ও তারা যোগান দিতে পারবেন।
মাঝে ফড়ে থাকার জন্য সরাসরি মার্কেটে বিক্রি করতে পারে না, সেই কারণেই ফড়েরাই বেশির ভাগ লাভটা করেন, সে দিকটা ও সরকারকে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকার চাষিরা

নিজস্ব চিত্র