এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
স্কুলে র্যাগিংয়ের ঘটনায় তুমুল বিক্ষোভ দেখালো অভিভাবকরা। ঘটনাটি মেদিনীপুর অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ে। অভিযোগ,গত কয়েক মাস ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেশ কয়েকজন ছাত্রী পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের উপর নানা ভাবে অত্যাচার চালাচ্ছে। কখনও বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে লাগিয়ে দেওয়া, মারধর করা, গায়ে জল ঢেলে দেওয়া। শুধু তাই নয়, এরপর অত্যাচারের মাত্রা বাড়তে বাড়তে গিয়ে দাঁড়ায় নিচু ক্লাসের ছাত্রীদের নগ্ন করে ভিডিও তোলা। বিদ্যালয়ের নিচু ক্লাসের ছাত্রীদের অভিযোগ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর দিদিদের অত্যাচারের বিষয় শিক্ষিকাদের জানানোয় গতকাল ক্লাসের মধ্যে ছুরি নিয়ে ভয় দেখানো হয় তাদেরকে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পরে বেশকিছু ছাত্রী। ভয়ে তারা স্কুলে আসতে চাইছে না। শনিবার সকালে বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা।
অভিভাবকদের দাবি, যারা এই নোংরা ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। যদিও স্কুলের তরফে জানানো হয়েছে ৮ জনকে চিহ্নিত করা হয়েছে । আগামী বুধবার অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভা ডাকা হয়েছে। তারপরই ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিভাবকদের দাবি মত গোটা স্কুল জুড়ে সিসিটিভি লাগানোর পরিকল্পনা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।