জুলাই 5, 2024
Latest:
রাজ্য

কমবে রাতের তাপমাত্রা, আগামী ৫ দিন বঙ্গে শুষ্ক আবহাওয়াঃ পূর্বাভাস

এনএফবি, কলকাতাঃ

আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই রাতের তাপমাত্রা নামতে শুরু করেছে দুই বঙ্গে। আগামী দুই তিন দিনে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দিনের বেলা হাওয়া থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম হাওয়া প্রবাহের ফলে শীতের প্রভাব থাকবে।