এনএফবি ডেস্কঃ
মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৩ জুন, শুক্রবার। মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হল আজ। সকাল ৯টায় হবে ফল ঘোষণা। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে ফল। চলতি বছরের মার্চের সাত তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই বেরোচ্ছে পরীক্ষার ফল।
ফল দেখা যাবে
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
মাধ্যমিক রেজাল্ট ২০২২ মোবাইল অ্যাপ ডাউনলোড করে সেখানেও জানা যাবে ফলাফল। ৫৬৭৬৭৫০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এর জন্য WB10 লিখে একটা স্পেস দিয়ে রোল নম্বর লিখে ওই নম্বরে এসএমএস পাঠাতে হবে।