জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

মুখ্যমন্ত্রীর হাত ধরেই আইএসএলে নামতে চায় মহামেডানও

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তিন প্রধান ক্লাবকে (মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং) ‘বঙ্গ বিভূষণ’ পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। স্বাভাবিক ভাবেই এই সম্মান পেয়ে খুশি তিন প্রধান। তাই মুখ্যমন্ত্রীর থেকে এমন পুরস্কার পেয়ে মহামেডান উৎসবে মাতলো। প্রাক্তন ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন অমিত ভদ্র, প্রশান্ত ব‍্যানার্জি, সঞ্জয় মাঝি থেকে রহিম নবি, আবিদ হুসেন, হুসেন মুস্তাফি, অলোক দাস, গোপাল দাস সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। এসেছিলেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সচিব অনির্বান দত্ত। আর এখান থেকেই উঠল সাদা কালো ব্রিগেডের আইএসএল খেলার ডাক। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,”আমরা চাই মহামেডান আইএসএল খেলুক। মাননীয়া মুখ‍্যমন্ত্রী অনেক আগেই মহামেডানের পাশে থাকার কথা দিয়েছেন। উনাদের সবরকম সাহায্য করা হবে। ওরা খুব উন্নতমানের মাঠ তৈরি করেছে। এর জন‍্য মহামেডান কর্তাদের অনেক অভিনন্দন জানাই। এবার আর বাইরের মাঠে খেলতে হবে না। নিজেদের মাঠেই মহামেডান খেলবে। আমরা সবাই মহামেডানের পাশে আছি।” এরপর মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি জানালেন, “আমরা আইএসএলে খেলবো বলে দিদির কাছে অনুরোধ করেছি (মমতা বন্দোপাধ্যায়)। উনি বলেছেন ‘তোমাদের চেনা শোনা অনেক স্পনসর আছে তোমরা জোগাড় করো। তারপর আমরা সহযোগিতা করব।’ উনি যেভাবে আমাদের সহযোগিতা করেন সেটা বোঝানো যাবে না। আমাদের স্পনসর সমস্যা খুব তাড়াতাড়ি মিটবে, তারপরেই আমরা দিদির কাছে গিয়ে এফএসডিএলের সঙ্গে মিটিংয়ে বসানোর কথা বলবো দিদিকে। পরের মরশুম থেকে আমাদের আইএসএলে নামা লক্ষ্য।” প্রসঙ্গত গত দুই মরশুমের মতো এই মরশুমেও ইস্টবেঙ্গলকে ইনভেস্টর এনে আইএসএলে খেলার ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।