জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

রথযাত্রা উৎসবকে রাজনৈতিক আখড়ায় পরিণত করার বিরুদ্ধে মহিষাদলে রথ বাঁচাও কমিটির পথসভা

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রথযাত্রা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। মহিষাদল রথ বাঁচাও কমিটির পক্ষ থেকে একটি পথসভা হয় মহিষাদল হলদিয়া মেচেদা বাস স্ট্যান্ডে। কমিটির অভিযোগ রথযাত্রা আবেগ নিয়ে শাসক দলের নেতৃত্বরা কিছু দিন রাজনীতি করছে। আমন্ত্রণের তালিকায় বাদ পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। যেখানে জেলার সকল তৃণমূলের বিধায়ককে, রাজ্য স্তরের নেতৃত্বকে ডাকা হয়েছে। এখানে নাম নেই স্থানীয় হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলের। তারই প্রতিবাদে এই পথসভা।

মহিষাদল রথ বাঁচাও কমিটির সদস্য বলেন, মহিষাদলের রথযাত্রা মূলত রাজ বাড়ীর। কিন্তু রাজ বাড়ীর সদস্যরা এখানে ব্রাত্য। তৃণমূলের শাসকদলের বিধায়ক স্থানীয় তৃণমূল নেতৃত্ব নিয়েই রথযাত্রার পরিচালনা করছেন। রাজনীতির রং লাগাচ্ছেন। যেখানে আমন্ত্রণ জানানোর কথা রাজবাড়ীর রাজাদের, সেখানে তৃণমূলের পঞ্চায়েত সমিতি আমন্ত্রণ জানাচ্ছেন তৃণমূলের নেতৃত্বদের।

নিজস্ব চিত্র